বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কোলাঘাট রেমকো সিমেন্ট কারখানায় গেটে শ্রমিক বিক্ষোভ দেখায়।সমবার সকাল থেকে INTTUCঝান্ডা হাতে নিয়ে শ্রমিকরা কারখানায় গেটে বিক্ষোভ দেখায়।কারখানায় কাজে ব্যাহত । যত সময় না কারখানা কর্তৃপক্ষ তাদের দাবিদাওয়া মেনে না নে ততো সময় তাদের আন্দোলন চলবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রমিকরা বললেন।