আক্রান্তদের সাথে দেখা করতে বলপাই এলাকায় এলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।সকলের সমস্যার কথা শুনলেন।জানা যায়,গত 17ই আগস্ট বলপাই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনায় আক্রান্ত হন অনেকেই।অভিযোগ,এর পরেই এলাকা অশান্ত হয়ে উঠে।আতঙ্কিত হয়ে পরেন এলাকার মানুষ।পড়ুয়াদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার তাঁদের সাথে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল সহ খানাকুলের পুলিশ প্রশাসন।এদিন তারা এলাকাবাসীকে আশ্বস্ত করেন।