মাছ ধরা আঁটোল থেকে উদ্ধার পূর্ণবয়স্ক বিষধর কেউটে সাপ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ হাড়োয়া ব্লকের সোনাপুকুর শংকরপুর অঞ্চলের ঝুজুরগাছা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় ঝুজুরগাছা গ্রামে একটি মাছ ধরা আঁটলে আটকে পড়ে পূর্ণবয়স্ক বিষধর কেউটে সাপ। স্থানীয়রা সাপটিকে না মেরে বনদপ্তরে খবর দেয়, বনদপ্তর এর কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে চলে যায়।বনদপ্তর সূত্রে খবর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর সাপটিকে ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।