কুলটি, সালানপুর এবং চিত্তরঞ্জন ব্লক জুড়ে মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে ভক্তের ভিড় মন্দিরে মন্দিরে রাজ্যের সমস্ত জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জুড়ে আজ সকাল থেকে শুরু হয়েছে দেবী দুর্গার মহা অষ্টমীর পূর্ণ তিথিতে ভক্তদের মন্দিরে মন্দিরে তথা পুজো প্যান্ডেলে ভক্তদের ভিড় দেখা মিলছে চোখে পড়ার মত। সে দৃশ্য দেখা মিললো পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার নিয়ামতপুর, সীতারামপুর, চিনাকুড়ি, ডিসেরগড়, বারাকর তাছাড়া সালানপুর এবং চিত্তরঞ্জন ব্লকে সমস্ত জায়গায় আজ সকাল ৮টা থে