পাথারকান্দি সমষ্টিতে রাইজর দলের কমিটি গঠন, উপস্থিত রাইজর দলের জেলা সভাপতি। শুক্রবার পাথারকান্দি সমষ্টিতে রাইজর দলের কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাইজর দলের জেলা সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামান। এদিন পাথারকান্দি সমষ্টিতে রাইজর দলের সভাপতি নিযুক্ত হন সার্তাজ আলম তাপাদার,সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ তাপাদার সহ ১১ জন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।