মহাদেব টিলা মন্দিরে দুর্গাপূজার খুঁটি পূজা আয়োজিত এদিন সকাল ১১ টা নাগাদ দুর্গাপূজার খুঁটি বোঝো আয়োজিত হয়। যাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দিবানা লক্ষ্য করা যায় এলাকাবাসীদের মধ্যে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সমীর কুমার দাস, অনুকূল চন্দ্র দাস, পুজোর দায়িত্বপ্রাপ্ত রতন পাল থেকে শুরু করে অন্যান্যরা।