রবিবার আনুমানিক রাত্রি আটটা থেকে রাত্রি নটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়ায় বড়জোড়া বিধানসভার হাট আশুড়িয়ায় ফুটবল ময়দানে আমরা কজন ক্লাবের তরফে রানিং ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হল। ফিতে কেটে এই রানিং ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন হাটআশুড়িয়া আমার কজন ক্লাবের সভাপতি,সম্পাদক সহ সকল সদস্যরা