বৃহস্পতিবার খলিসামারি অঞ্চলের অন্তর্গত মোর ভাঙ্গা এলাকায় ভাটার মালিকের কাছ থেকে বোজিযার জামান ৫০ হাজার টাকা নিয়ে টোটোতে করে বাড়ি ফিরছিলেন। টোটো থেকে নেমে বাড়িতে গিয়ে দেখে তার পকেটে রাখা ৫০ হাজার টাকা আর নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে জানতে পারেন খলিসামারির সাফিউল ইসলাম নামে টোটো চালক ওই টাকা কুড়িয়ে পেয়েছে। পরে স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাফিউল ইসলাম বোজিযার জামান কে কুড়িয়ে পাওয়া পঞ্চাশ হাজার টাকা ফেরত দেয়।