মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত হোসনাবাদ বোলতলা এলাকায় শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন জয়িদুল নামে ২৪ বছরের এক যুবক। পরিবার সূত্রে জানা যায়, মা–বাবাকে টাকা দেওয়া নিয়ে পারিবারিক অশান্তি চরমে ওঠে। সেই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন জয়িদুল। অভিযোগ, ক্ষোভের বশে তিনি কীটনাশক সেবন করেন। গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অকাল মৃত্যুতে শোকের ছায়া ন