শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত যুবরাজনগর আরডি ব্লকের অফিসের কনফারেন্স হলে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হল শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ, যুবারাজনগর আরডি ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা,হাফলং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সনজিৎ সেন সহ অন্যান্যরা।