পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ মেডিকেল ডিরেক্টর (PCMD) ডঃ নটরাজ বসাপ্পা শুক্রবার বিকেল চারটে নাগাদ ঝলঝলিয়া এলাকায় মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অনুপা ঘোষ, চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট মালদা সহ অন্যান্য মেডিকেল অফিসার এবং হাসপাতালের কর্মীরা। হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ যেমন মহিলা ও পুরুষ ওয়ার্ড, শিশু ওয়ার্ড, নতুন জরুরি বিভাগ, পুরুষ আইসিইউ ওয়ার্ড, প্যাথলজি স্টোর রুম এবং মেডিসিন স্টোর ঘুরে দেখেন।