পূর্ব মেদিনীপুর জেলার বরিদা গ্রামের প্রায় ৭০০ মিটার রাস্তার বেহাল দশা |বিজেপির পথ থেকে জেতা স্থানীয় পঞ্চায়েত সদস্য কাকলি মাইতি কে বহুবার রাস্তা সংস্কারের কথা জানিয়ে কোন সূরা হয়নি। শেষ পর্যন্ত পথে নেমে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আগামী দিনে রাস্তা ছাড়া না হলে ভোট বয়কটের এলাকাবাসীরা |