Magrahat 1, South Twenty Four Parganas | Aug 31, 2025
আগামীকাল কলকাতায় বামপন্থী দল সমূহের ডাকে মহা মিছিলের আয়োজন করা হয়েছে মহা মিছিলের সমর্থনে শিরাকল এলাকায় মগরাহাট ১ নম্বর ব্লকের সিপিএমের পক্ষ থেকে ট্যাবলো গাড়ির মাধ্যমে মাইকিং প্রচার চালাচ্ছে সিপিএমের কর্মী সমর্থকেরা।