নেপালের অশান্তির জেরে ভারত নেপাল সীমান্তের সমস্ত জায়গাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে SSB এর তরফে। একইভাবে দার্জিলিং এর জোরবাংলো সুখিয়াপোখড়ি ব্লকের অন্তর্গত পশুপতি সীমান্তেও কড়া পাহারায় সশস্ত্র সীমা বলের জাওয়ানরা। একই সাথে দার্জিলিং জেলা পুলিশের তরফে বাড়ানো হয়েছে ওই এলাকায় নিরাপত্তা। বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। সর্বক্ষণ চলছে বিশেষ নজরদারি। মূলত নেপালের অশান্তি যাতে কোনোভাবেই ভারতে না আসে সেদিকটা নজর রাখা হচ্ছে সরকারের তরফ।