Canning 1, South Twenty Four Parganas | Sep 7, 2025
রবিবার সকাল এগারোটা নাগাদ ক্যানিং ১ ব্লকের অন্তর্গত ঘুটিয়ারিশরীফের রবীন্দ্রপল্লীতে আসেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি। তিনি দেখা করতে আসেন গত মঙ্গলবার তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুন হওয়া সেখ জামিলউদ্দিনের পরিবারের সাথে। কিন্তু জামিলউদ্দিনের স্ত্রী বা বাবার সাথে দেখা হয়নি তাঁর। বোনের সাথে দেখা করে করে শান্তনা দেন নওসাদ। এদিন নওসাদকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল। তাকে দেখার জন্য মানুষের ভিড় ছিল প্রচুর পরিমাণে।