গঙ্গা নদীর জল বাড়ায় জল ঢুকে দ্বিতীয়বারের মতো বন্যা কবলিত হচ্ছে গোটা ভূতনি। একের পর এক গ্রাম জলমগ্ন হচ্ছে। প্রবল গতিতে জলস্তর বৃদ্ধি পেতে উত্তর চন্ডিপুরের রাস্তা এবার জলের তলায় গেছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন নিয়ে যাতায়াত করতে চরম বিপদ। যদিও এই বিপদের আশঙ্কার মাঝে পায়ে হেঁটে সাঁতার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষকে যেতে হচ্ছে। বেশ কিছু জায়গায় নৌকা পড়া শুরু হয়েছে। নতুন করে বন্যায় ভাসছে ভূতনি।