বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পশ্চিম চাকলালপুর আমরা কজন ব্যবসায়ী সমিতির উদ্যোগে গনেশ পুজোর শুভ উদ্বোধন হলো। এদিন এই পূজোতে এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষজন হাজির হন। পুজো শেষে বিকেলে প্রসার বিতরণ হয়। আগামীকাল এই পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণের কথা জানান ক্লাবের সদস্যরা।