পরিতক্ত ১ পুকুর থেকে পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নলহাটিতে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর তিনটে নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি পৌরসভার সিংহবাহিনী পাড়ায়, স্থানীয় সুত্রে জানা গেছে এলাকার বাসিন্দারা কয়েকদিন ধরে তাদের পাড়ায় পাচ্ছিলেন দুর্গন্ধ , আজ সকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় সেই দুর্গন্ধ আরো তীব্র হয়ে যায়, যার ফলে এলাকায় খোঁজ করে এলাকাবাসীরা স্থানীয় ১ পরিত্যক্ত পুকুরে দেখতে পান পড়ে রয়েছে কোন পচা গলা বস্তু, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ।