Barasat 1, North Twenty Four Parganas | Aug 26, 2025
বারাসাত থেকে বনগাঁ অব্দি পাঁচটা ব্রিজ হবে, আজ বারাসাতে একটি অনুষ্ঠানে এসে বললেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বারাসাত দিক থেকে প্রথম ব্রিজ হবে বারাসাত কাজীপাড়ায়, তারপরে হবে অশোকনগরের রেলগেটে একটি ব্রিজ, হাবরায় দুটি রেলগেটে হবে দুটি ব্রিজ, আরেকটি হবে বনগাঁ রেলগেটে ব্রিজ। ইতিমধ্যেই ব্রিজ তৈরির প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। আজ বিকেল চারটে নাগাদ বারাসাতে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন প্রাক্তন মন্ত