নতুন তালিকভুক্ত দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক প্রদান করা হলো আরামবাগ থানার পক্ষ থেকে।শুক্রবার আরামবাগের ১৮টি পুজো কমিটির সদস্যদের হাতে ১লক্ষ ১০হাজার টাকার করে চেক তুলে দেওয়া হয়।পুজো কমিটি গুলির মধ্যে রয়েছে পাহাড়পুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি,যাদের পুজো এবার ৫০৩ বছরে পদার্পন করেছে।এছাড়াও রয়েছে আরামবাগের প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি পুজো কমিটি।কয়েক বছর ধরে আবেদন করার পর এবছর দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান পেয়ে খুশি কমিটির সদস্যরা।