দুবরাজপুরে নিখোঁজ কন্যা উদ্ধার, পুলিশের তৎপরতায় ফিরল স্বস্তি। দুবরাজপুর থানার অন্তর্গত রঞ্জনবাজার এলাকার এক ব্যক্তি জানান, তার মেয়ে গত ০২/০৯/২৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। পরিবার থেকে থানায় অভিযোগ দায়েরের পর দুবরাজপুর থানার পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে। অবশেষে পুলিশের দ্রুত পদক্ষেপে আজ বুধবার বিকাল পাঁচটা নাগাদ দুবরাজপুর থানা প্রাঙ্গনে সেই কন্যাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় স্বস্তির নিশ্বাস ফেলেছে পরিবার।