এক টোটো চালককে মারধর ও তারকাছে থেকে সব ছিনিয়ে নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গাজোল রানীগঞ্জ ২ নং অঞ্চলের অলতর ভাঙ্গা পাড়া এলাকায়। সোমবার বৈকেল 4টা নাগাদ জানা গিয়েছে ওই টোটো চালকের নাম স্বপন সাহা বাড়ি রানীগঞ্জ ২ নং অঞ্চলের জালসা এলাকায়। স্বপন সাহা বলেন রবিবার রাত্রি 9 টা নাগাদ রানীগঞ্জ হাটে গিয়েছিলাম এরপর টোটো নিয়ে বাড়ি ফিরছিলাম অল তোর ভাঙ্গা পাড়া এলাকায় এক ব্যক্তি টোটো আটকে মারধর করে এবং আমার কাছে যা ছিল টাকা পয়সা সব ছিনিয়ে ন