শ্রমিকদের একাধিক দাবিতে বেলদাতে বিক্ষোভ মিছিল করলো AIUTUC। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের বেলদাতে একাধিক দাবিতে দিল্লিতে অভিযানের ডাক দিয়েছে সংগঠনটি। সেই অভিযান সফলের লক্ষে বেলদাতে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। এদিন কেশিয়াড়ি মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে পরে বেলদা গান্ধী পার্ক সংলগ্ন এলাকায় একটি ছোট্ট পথসভারও আয়োজন করা হয় পথসভা থেকে শ্রমিক ও কৃষকদের একাধিক দাবি তুলে ধরা হয়।