পূর্ব মেদিনীপুর জেলা BJP নন্দীগ্রাম-১মন্ডলের সভাপতি ধনঞ্জয় ঘড়া আজ এক সাক্ষাৎকারে বলেন তৃণমূল কর্মীদের নতুন করে দলীয় ঝান্ডা ধরিয়ে তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ কে তার দলের নেতাদের কাছে প্রমান দিতে হচ্ছে নন্দীগ্রামে তৃণমূল দল টা বেঁচে আছে। ধনঞ্জয় বাবু আরো বলেন বাপ্পাদিত্য গর্গ যিনি নিজের বুথে হেরেছেন,ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ সমবায় হেরেছেন।নন্দীগ্রাম বিধানসভা কেবল সোশ্যাল মিডিয়ায় দৌলতে এই দলটি বেঁচে আছে বলে তিনি বলেন। আমরা এই প্রসঙ্গে ত