খিড়াবেড়া গ্রাম থেকে বিশালাকৃতির পাইথন উদ্ধার করল বনকর্মীরা। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ জানা গিয়েছে এদিন বাগমুন্ডি রেঞ্জের বাগমুন্ডি বিটের অন্তর্গত খিড়াবেড়া গ্রামের মধ্যে একটি নেট জালের মধ্যে আটকে ছিল বিশালাকৃতির পাইথন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের চোখে পড়তেই এলাকার মানুষজন ভিড় জমায়। খবর দিলে কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। বেশ কিছু সময়ের প্রচেষ্টার পর পাইথন টিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।