Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 30, 2025
মহাঅষ্টমীর দিনে মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমার পুর অঞ্চলের মহব্বত নগর দক্ষিণ পাড়া এলাকার এক পুকুর থেকে ধরা পড়লো একটি মধ্য বয়স্ক কুমির জানা যায় আজ অর্থাৎ বুধবার সকাল দশটা নাগাদ গ্রামের এক বাচ্চা দেখতে পায় পুকুর পাড়ে বসে আছে একটি মধ্যবয়স্ক কুমির এই খবর এলাকায় চাউর হতে কুমিরটি দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা তখনই কুমিরটি আত্মরক্ষার তাগিদে পুকুরে নেমে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রায়দিঘি রেঞ্জার অফিসে রায়দিঘী রেঞ্জার সুভায়ু সাহার নেতৃত্বে ঘটনাস