তৃনমূল শিক্ষক সংগঠনের পক্ষথেকে বিনপুরে বিনপুর ১ চক্রের তৃনমূল শিক্ষক সংগঠনের নব নির্বাচিত সভাপতিকে দেওয়া হল সম্বর্ধনা। শনিবার বিকেল নাগাদ বিনপুর ১ ব্লকের বিনপুরে পুষ্পস্তবক দিয়ে বিনপুর ১ চক্রের তৃনমূল শিক্ষক সংগঠনের নব নির্বাচিত সভাপতি প্রলয় সিংহ কে পুস্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিনপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি হিরেন হাঁসদা সহ তৃনমূলের শিক্ষক সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।