গত ২২ শে অগাস্ট পশ্চিম থানার অন্তর্গত রামনগর ৪ এর দোকান থেকে, সিগারেট, মোবাইল, এবং অন্যান্য দামি সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। দোকান মালিক অমলেশ দত্ত মজুমদার চুরির ঘটনা নিয়ে পশ্চিমখানায় মামলা করেন। পশ্চিম থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমে জয়পুর এলাকা থেকে তিনজন চোরকে দোকানের মালসহ গ্রেফতার করে।