চেন্নাই কাজ করতে গিয়ে নিখোঁজ বাঘমুন্ডির যুবক, চিন্তার ভাঁজ পরিবারের। ঘটনাটি বাঘমুন্ডি থানার তুন্তুড়ী সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোওয়াডী গ্ৰামের। নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ জানান মিঠুন ওরফে সন্তোষ ঘাটুয়াল, বয়স প্রায় ৩৫, গত শনিবার কাজের তাগিদে চেন্নাই এর উদ্দেশ্য রওনা দেয়। চেন্নাই তাঁর নিজের ঠিকানা পৌঁছার পর তাঁর কোন খোঁজ মিলছে না বলে পরিবারের অভিযোগ। তাঁর ফোন বন্ধ। এই নিয়ে পরিবারের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে এবং