বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে তৃণমূল মাথাভাঙা ১ নং ,(বির) ব্লকের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে 6 টা নাগাদ মাথাভাঙা হাজরা হাট হরিশ চন্দ্র হাই স্কুলের মাঠে এক কর্মি সভা অনুষ্ঠিত হলো । এই কর্মীসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন এই সভায় বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন এস আই আর নিয়ে বিজেপি নোংরামি করছে।