গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল চারটি পরিবার।তাসাটি চা বাগানের জিরকু লাইনে বুধবার গভীর রাতে তিনটি হাতির তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পৃথক দুটি বাড়ি সহ দুটি দোকান ক্ষতিগ্রস্ত করে ওই হাতির দলটি। প্রায় ঘন্টা খানেক এলাকায় তান্ডব চালায়।