বর্ষার জলে প্লাবিত হয়েছিল মেদিনীপুর ঘাটাল কেশপুর দাসপুর আনন্দপুর সালবনিসহ জেলার একাধিক এলাকা. জল নামলেও এখনো বহু এলাকা জলমগ্ন. অনেকেই প্যান্ডেলটুকুও শুরু করতে পারেননি। অপরদিকে আবার লাগাতার বর্ষার কারণে মাথায় হাত পরছে মৃৎশিল্পীদের। শুকোচ্ছেনা মাটির মূর্তি, ফলে এক প্রকার দুশ্চিন্তায় শিল্পীরাও। কিন্তু এসবের জন্য এবার প্রশাসনকে দায়ী করল জেলা বিজেপি।