আসাম থেকে ত্রিপুরায় পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ সহ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে ধরা পরলো সাথে আটক দুই পাচারকারী যুবক। অসমের লোয়ারপোয়া থেকে দুটি AS11S-5551 ও AS11Y-2117 নম্বরের বলেরো গাড়ি অবৈধ দেশী ও বিদেশী মদ নিয়ে ত্রিপুরায় প্রবেশের সময় অসম সীমান্তে সেপেজুরি ক্যাম্পের ৯৭নং ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। পরে চুরাইবাড়ি থানায় এনে সমঝে দেওয়া হয়। দুটি গাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১১ কার্টুন মদ মজুদ ছিল।