নিয়ামতপুর জিটি রোডের পাশে ধস, আটকে যায় ট্রাক আতঙ্কে এলাকাবাসী আসানসোলের কুলটির নিয়ামতপুরে জিটি রোড এবং হাই ড্রেনের পাশেই বড় ধরণের ধসের ঘটনা ঘটে ।এই ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ থেকে যানবাহনের চালকেরা।প্রত্যক্ষদর্শীরা আজ দুপুর ৩:৩০টায় নিয়ামতপুরের লছিপুর গেট সংলগ্ন জিটি রোডের পাশেই একটি ট্রাক দাড়িয়েছিল।এরপর হঠাৎই মাটি ধসে ট্রাকের চাকা আটকে পড়েছিল।পরে ক্রেনের মাধ্যমে ট্রাকটি উদ্ধার করা হয়।এরপর দেখা যায় ওই এলাকায় বড় গর্তের সৃষ্টি হয়।নিরাপত্তা