Baruipur, South Twenty Four Parganas | Sep 8, 2025
কিশোরী বয়স থেকেই শুরু, আর তারপর থেকে একের পর এক চুরির ঘটনায় যুক্ত রাবিয়া বিবি। ট্রেনে চুরি, ছিনতাই, গ্রেফতার, জেল—সবই তার জীবনের নিয়মিত অধ্যায় হয়ে উঠেছিল। জেল থেকে বেরিয়েই আবার পুরনো অভ্যাসে ফিরতেন তিনি। এতটাই নিখুঁত ছিল তার হাতসাফাইয়ের কায়দা যে শিকাররা বুঝতেই পারতেন না কবে টাকা বা গয়না হাত বদল হয়েছে। কাজের আগে দলবল নিয়ে রেইকি চালাতেন, টার্গেট বেছে তারপরেই হত পদক্ষেপ।