কান্দিতে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে শুরু হয়েছে গণেশ পূজো। ছয় দিনব্যাপী এই পূজাকে কেন্দ্র করে জমজমাট উৎসবের মেজাজ শহরজুড়ে। কান্দিতে গণেশ পূজো কমিটির উদ্যোগে এবছরও আয়োজিত হয়েছে ছয় দিনব্যাপী গণেশ পূজো। মঙ্গলবার ছিল এই মহোৎসবের শুভ উদ্বোধন। উদ্বোধনের পরদিন, অর্থাৎ বুধবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে গণেশ ঠাকুরের অর্চনা, পাঠ, আরতি ও নানা ধর্মীয় আচার। শুধু ধর্মীয় আচার নয়, এই পূজো ঘিরে ছয় দিন ধরে আয়োজিত হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান—নৃত্য, সংগীত, নাট