বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তগত পাইকর1 অঞ্চলের পাইকর দক্ষিণ রবিদাস পাড়ার দুর্গা মন্দিরে এবার তাদের চতুর্থ তম দুর্গাপুজো। মন্দিরের তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা।এদিন ২৮ সেপ্টেম্বর রবিবার বেলার দিকে পাইকর দক্ষিণ রবিদাস পাড়ার দুর্গা মন্দিরের চিত্র তুলে ধরলাম আমরা পাবলিক অ্যাপ এর ক্যামেরায়।