দুর্গাপুজোর সষ্টির পুজো শুরু থেকে দশমী পর্যন্ত ৫১ সতীপিঠের ১ সতিপীঠ নলহাটির মা নলাটেশ্বরী পূজিত হয় মা দুর্গা রূপে । আজ সোমবার মহাসপ্তমী, আজ সকাল আটটা নাগাদ এমনটাই জানালেন নলহাটির মা নলাটেশ্বরী মন্দিরের এক সেবাইত । দুর্গাপুজোর এই কদিন অর্থাৎ ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত ৫১ সতী পিঠের ১ সতীপিঠ নলহাটির নলাটেশ্বরী মন্দিরে মা নলাটেশ্বরী পূজিতো হয় দুর্গা রূপে। গতকাল ষষ্ঠী তিথি থেকে শুরু হয়েছে মা এর বিশেষ পুজো এবং আজ সকালে শুরু হয়েছে মহাসপ্তমী পুজো।