পুরুলিয়ার সাঁতুড়ি থানার সাধুশালতোড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ জামাইকে গ্রেফতার করল সাঁতুড়ি থানার পুলিশ। ধৃতের নাম সুকুমার গরাঁই।ধৃতকে বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সাঁতুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার বিকেল সাড়ে 5টা নাগাদ রঘুনাথপুর মহকুমা আদালত থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসে।