ধৃতদের কাছ থেকে চারটি মনোক্লেড কোবরা উদ্ধার হয়েছে। ধৃতদের নাম লালু শেখ ও শেখ ইনতাজ। ভাতার থানার বড়বেলুন বাসস্ট্যান্ড এলাকায় প্রথমজনের বাড়ি। অপরজনের বাড়ি ভাতার থানারই বলগনা স্টেশন বাজার এলাকায়। ধৃতরা সাপ পাচারে জড়িত বলে বনপদপ্তরের দাবি। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ বর্ডার এলাকার সাপের অবৈধ কারবারিদের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে বলে বনদপ্তরের অনুমান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে দু’জন বর্ধমান শহরের রথতলা এলাকায় সাপ নিয়ে ঘোরাঘুরি করে।