ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুমারগঞ্জ ব্লকের জাখিরপুরে ফুটবলকে কেন্দ্র করে জমল উৎসবের আসর। সোমবার জেলা পর্যায়ের আট দলীয় এই প্রতিযোগিতা জাখিরপুর তৃণমূল কংগ্রেস কিষান খেত মজদুর কমিটির উদ্যোগে সর্দারহাট মাঠে অনুষ্ঠিত হয়। দিনভর উত্তেজনাপূর্ণ খেলায় ফাইনালে মুখোমুখি হয় বাদকানাই ও সেতইর দল। শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দুই গোলে জয় ছিনিয়ে নেয় বাদকানাই।