টাকারজলা আনারস ছেড়ে পদ্ম শিবিরে যোগদান টাকারজলা বিধানসভায় মথা দল অর্থাৎ আনারস ছেড়ে বিজেপি দলে (পদ্ম শিবিরে) যোগদান করে ১৩ পরিবারের ৫২জন ভোটার।ঘটনা বুধবার দুপুরে টাকারজলা মন্ডলের অন্তর্গত জন্ম জয়নগর ভিলেজ কমিটির হরিমঙ্গল পাড়া এলাকায়।হরিমঙ্গল পাড়ায় টাকারজলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মার নেতৃত্বে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।