হাসিম মন্ডল খুনের মামলায় আজ শান্তিপুরের সাহেবডাঙ্গায় তদন্তের জন্য এলেন রানাঘাট পুলিশ জেলার এসপি, গত বুধবার রাতে শান্তিপুরের সাহেবডাঙ্গায় খুন হয়ে যান সাহেবডাঙ্গার তরতাজা যুবক হাসিম মন্ডল, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের বিষয়টি নজরে আসে, তারপর থেকে ৭ দিন কেটে গেলেও এখনো অধরা আসল খুনী আর এরই মধ্যে শান্তিপুর থানায় আসেন সাহেবডাঙ্গা গ্রামের বাসিন্দারা আর এই বিষয়ে শান্তিপুর থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় তবু এখনো জট খুলতে পারেনি পুলিশ আর এই অব