নরেন্দ্রকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হল বিক্রমপুর বিশালক্ষী ময়দানে।জানা গেছে,স্বামী বিবেকানন্দ তথা নরেন্দ্রর শিকাগো বক্তৃতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।দুই নরেন্দ্রর নাম অনুসারে খেলার নাম দেওয়া হয়েছে নরেন্দ্রকাপ।যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট করাই প্রতিযোগিতার মুল লক্ষ।২৬টি টিম নিয়ে ৬দিন ধরে খেলা চলবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি,গোঘাটের বিধায়ক,খানাকুল-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিশিষ্টরা।