বাঘার এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র দাবদাহের মধ্যে জলসত্রের আয়োজন করে হালদার রোড সংলগ্ন এলাকায়। পথ চলতি মানুষজন এদের জল সত্রের মাধ্যমে পানীয় জল তুলে দেওয়া হয় পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার তার পথ চলতি মানুষজনদের হাতে এই পানীয় জল তুলে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত তাকে বিধায়ক নিশিত কুমার মালিক বলেই জানা গেছে।