This browser does not support the video element.
মেমারি ১: দেবীপুরে বৃদ্ধাকে হত্যা, ধৃত ৪ জনকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
Memari 1, Purba Bardhaman | Sep 6, 2025
শুক্রবার সাত সকালে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের গৌরীপুর গ্রামের এক আদবাসী বৃদ্ধা লক্ষী হেমরমকে ডাইনি সন্দেহে হত্যার অভিযোগে ধৃত সুজন হাঁসদা, সন্দীপ মুর্মু, বিনয় হাঁসদ, সেবা হাঁসদার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার বেলায় বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ।