শনিবার থেকে জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে শুরু হলো খাদি মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্প নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। পুজোর আগে শিল্পীদের হাতে সরাসরি বিক্রির মাধ্যমে কিছুটা আর্থিক সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদি উদ্যোক্তারা। এদিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণ রায় বর্মন। তিনি বলেন, “এই খাদি মেলা শুধু কেনাবেচার ক্ষেত্র নয়, পুজোর আগে শিল্পীদ