বর্তমানে জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টির ই- বিস্তারক কর্মসূচিতে প্রতিটি বুথের সদস্যদের অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে । আজ এক ঝটিকা সফরে এসে ঝালদা 2 নম্বর ব্লকের কোটশিলা পার্টি অফিসে ই বিস্তারক কর্মসূচিতে অনলাইন প্রক্রিয়ায় ভেরিফিকেশন সম্পর্কে দলীয় নেতৃত্বের কাছে বিস্তারিত খোঁজখবর নিলেন জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো ।