রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ এক ব্যক্তির। মঙ্গলবার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নিমতিতা এলাকায়। মঙ্গলবার দুপুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসুদেবপুর থেকে নিমতিতা যাওয়ার রাস্তা এই টা। যদিও এদিন হঠাৎ বিশু মন্ডল নামে এক ব্যক্তি তাঁর জায়গা বলে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি এলাকায়। ঘটনাস্থলে সামশেরগঞ্জ থানার পুলিশ পৌঁছে রাস্তা থেকে প্রাচীর ভেঙে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।