গঙ্গা নদীর জলস্তর ইতিমধ্যেই কমেছে। কিন্তু জল কমলেও এই সমস্ত পরিবার বাড়ি ফিরতে পারছে না। নদী ভাঙ্গন ও বন্যা প্লাবিত হয়ে যাওয়ার কারণে কেশরপুর বসন্তটোলা, কালটন টোলা গ্রামের পরিবারগুলি বাঁধের উপরে আশ্রয় নিয়েছিল। ইতিমধ্যে জল কমেছে কিন্তু বহু পরিবারের বাড়িঘর ভেঙ্গে গেছে তো বহু পরিবারের বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই। তাই এই সমস্ত পরিবার বাঁধের ওপরে ত্রিপালের নিচে দিন কাটাচ্ছে। চাইছেন সরকারি পুনর্বাসনের ব্যবস্থা করা হোক পরিবার গুলির। ভাঙ্গন ও প্লাবন না হয়।